পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনায় সব সময় সামনের সারিতে থাকে ঢাকা। আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে জলবায়ু শীর্ষ সম্মেলন। এ সম্মেলনের আগে অগ্রাধিকারের বিষয়বস্তু ঠিক করতে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ এ দূত।
তার সফরসূচি এখনো চূড়ান্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
এ আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছর ১০ হাজার কোটি ডলারের বৈশ্বিক তহবিল গঠন করার জন্য আহ্বান জানানো হবে।