দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ নারী ইমার্জিং দল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ০৫, ১১:০২ পূর্বাহ্ন
প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৫ রান তোলে স্বাগতিকরা। জবাবে সালমা-জাহানারাদের দুর্দান্ত বোলিংয়ে ১৪১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুন হয় বাংলাদেশের। সফরকারি বোলারদের দেখে শুনে খেলে উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা। তবে ব্যক্তিগত ৩৪ রানে রান আউটের শিকার হন শামীমা। বেশিক্ষণ টেকেননি নিগার সুলতানা। মাত্র ২ রানে ফেরেন অধিনায়ক। এরপর ৩৬ রানে জোনসের বলে বোল্ড হন মুর্শিদা। যদিও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়ে রানার চাকা সচল রাখেন ফারজানা। এক পর্যায়ে সালমা-নাহিদা ফিরে যায় শুন্য হাতে। শেষ পর্যন্ত ফারজানার অপরাজিত ৭২ রানের ওপর ভর করে ১৯৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে শত রান তুলতেই ৫ উইকেট হারায় সফরকারিরা। এরপর টাইগ্রেসদের দারুন বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১৪১ রানে অলআউট হয় সিনালো বাহিনী।  

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework