নাটকীয় ম্যাচে চেলসির হোঁচট
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ১৮, ১১:১৭ পূর্বাহ্ন
তিন তিনবার এগিয়ে যাওয়ার পরও ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে জিততে পারেনি চেলসি। ব্লুজদের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করে ৩-৩ ব্যবধানে ম্যাচটি ড্র করেছে সাউদাম্পটন।
১৫ ও ২৮তম মিনিটে জোড়া গোল করে চেলসিকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড টিমো ভার্নার। এরপর ৪৩তম মিনিটে ড্যানি ইঙ্গস ও ৫৭তম মিনিটে চে অ্যাডামসের গোলে সমতায় ফিরে সাউদাম্পটন।
তবে সমতাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দ্য সেইন্টরা। ৫৯তম মিনিটে আরেক জার্মান তারকা কাই হাভাৎর্জের গোলে ফের এগিয়ে যায় চেলসি। কিন্তু শেষ পর্যন্ত তাতেও তিন পয়েন্ট আদায় করতে পারেনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। অতিরিক্ত দ্বিতীয় মিনিটে জানিক ভেস্তারগার্ডের গোলে সমতায় ফেরে সাউদ্যাম্পটন।
জয় পেলে লিভারপুলকে টপকে চলতি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে আসতো চেলসি। তবে তারা এখন ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অলরেডরা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এভারটন।