বিপিএলে একই দলে মাশরাফী, তামিম ও মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ ডিসেম্বর ২৭, ০১:২৮ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্টান শুরু হয়েছে রাজধানীর একটি পাচ তারকা হোটেলে। দ্বিতিয় রাউন্ডের চতুর্থ সেট শেষে দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এ ক্যাটাগরিতে থাকা মাশরাফীকে দলে নিয়েছে ঢাকা। একই দলে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ এবং রুবেল হোসেন।

খুলনা টাইগার্স 'সি' থেকে কামরুল ইসলাম রাব্বি, 'সি' ইয়াসির আলী চৌধুরী। সিলেট 'ই' আল আমিন হোসেন ও 'সি' নাজমুল ইসলাম অপু। বরিশাল 'ডি' মেহেদী হাসান রানা ও ফজলে মাহমুদ রাব্বি।। কুমিল্লা 'বি' ইমরুল কায়েস ও 'ডি' তানভির ইসলাম। চট্টগ্রাম 'সি' শামিম পাটোয়ারি, 'ডি' মুকিদুল ইসলাম মুগ্ধ। ঢাকা 'এ' মাশরাফী বিন মোর্ত্তজা ও 'সি' শুভাগত হোম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়েছে শরিফুল ইসলাম, আফিফ হোসেনকে। খুলনা টাইগার্স নিয়েছে শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকারকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়েছে লিটন দাস ও শহীদুল ইসলামকে। সিলেট সানরাইজার্স থেকে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুনকে। ঢাকা নিয়েছে তামিম ইকবাল ও রুবেল হোসেন। ফরচুন বরিশাল নিয়েছে নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework