লিগ ওয়ানে মার্সেইর জালে ৩ গোল দিয়ে ফ্রেঞ্চ কাপে হারের প্রতিশোধ নিলো পিএসজি। জোড়া গোল এমবাপের, অন্যটি করেছেন মেসি। আর এই গোলের মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের রেকর্ড ছুঁয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার চেয়ে ৯ গোলে এগিয়ে শীর্ষে আছেন রোনালদো।
মেসির জন্য এ এক স্মরণীয় ম্যাচ, স্মরণীয় রাত। এমবাপ্পের পাস থেকে ম্যাচের ২৯ মিনিটে গোলটা করেই তিনি ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৭০০তম গোল। এর মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি, পিএসজির হয়ে ২৮টি।
ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুসারে, শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ ক্যারিয়ার গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ক্লাব ক্যারিয়ারে ৯৫৭ ম্যাচে যার গোল ৭০৯ টি।
তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেল ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।
এদিকে লা লিগায় টানা সাত ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেলো বার্সেলোনা। আলমেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে জাভির দল।
ম্যান ইউনাইটেডের কাছে ইউরোপা লিগে হারের ধাক্কা না কাটতেই লা লিগায় হারল বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক খেলেও ফিনিশিং দুর্বলতায় সুযোগ হারিয়েছে কাতালানরা। বিপরীতে ২৪ মিনিটে বিলাল তুরের গোলে লিড নেয় আলমেরিয়া। বেশ কয়েকবারের চেষ্টাতেও গোল শোধ করতে পারেনি বার্সা। তবে, হেরেও ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা, সাত পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।