লঙ্কানরা লড়বে প্রোটিয়াদের বিপক্ষে, ইংলিশদের প্রতিপক্ষ অজিরা

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ৩০, ১২:৫৪ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় শারজাহয় লঙ্কানদের মুখোমুখি হবে প্রোটিয়ারা। আর রাত ৮টায় দুবাইয়ে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে অজিরা।

প্রথম রাউন্ডে নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের সঙ্গে দাপুটে জয় দিয়ে দ্বিতীয় পর্বে টাইগার বধ। বেশ কয়েক বছর ধরে টি-টোয়েন্টিতে ধুকতে থাকা লঙ্কানরা পুরনো রূপে ফিরে আসার বার্তা দেয় টানা চার ম্যাচ জিতে। কিন্তু তারপরই ছন্দপতন। অস্ট্রেলিয়ার সামনে এসে অনেকটাই টালমাটাল শানাকা বাহিনী।

দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে হারের পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৮ উইকেটের জয়ে প্রোটিয়ারা শক্তির জানান দিয়েছে ভালো করেই।

দুই পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় সাউথ আফ্রিকা। তারপরই আছে লঙ্কানরা। তাদের পয়েন্টও সমান। তবে নেট রান রেটে পিছিয়ে জয়সুরিয়ার উত্তরসূরিরা। তাই জিতলেই টেবিলের ওপরের দিকে ওঠার সুযোগ রয়েছে দুই দলের সামনে।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি টেবিলের শীর্ষ দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশের সঙ্গে আট উইকেটের দাপুটে জয় ইংলিশদের রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই শীর্ষস্থান অক্ষুণ্ন রাখতেই মাঠে নামবে মরগান বাহিনী।

তবে অস্ট্রেলিয়াও চাইবে ইংলিশদের হটিয়ে শীর্ষস্থান দখল করতে। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় নিয়ে অনেকটাই নির্ভার ফিঞ্চ বাহিনী। সেই ধারা অব্যাহত রেখে শিরোপার দ্বারপ্রান্তে যেতে চাইবে ২০১০-এর রানার্সআপরা।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework