কাতার বিশ্বকাপে চলছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। এরইমধ্যে শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তি। ফেবারিটদের মধ্যে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করার পথে অপেক্ষায় আছে কেবল ব্রাজিল। এদিকে স্কাই নিউজ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে জানিয়েছে এবারের বিশ্বকাপ জিতে হেক্সা মিশন সম্পূর্ণ করবে সেলেসাওরা।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা দেখাতে গিয়ে এমন তথ্য জানিয়েছে। যেখানে তারা দলের র্যাঙ্কিং, আগের জয়-পরাজয়ের পরিসংখ্যান, দলের শক্তি, বিপক্ষ দলের দুর্বলতা ইত্যাদি বিষয় বিশ্লেষণের মাধ্যমে বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের তালিকা প্রকাশ করে।
বিশ্বকাপের ২২তম আসরে এরইমধ্যে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ইংল্যান্ড শেষ আট নিশ্চিত করেছে। এখনও অপেক্ষায় আছে ক্রোয়েশিয়া-জাপান, ব্রাজিল-দক্ষিণ কোরিয়া, স্পেন-মরক্কো, পর্তুগাল-সুইজারল্যান্ড।
স্কাই নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের কাছে হেরে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেবে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেবে স্পেনের বিপক্ষে হেরে। সেমিফাইনাল খেলবে ফ্রান্স ও স্পেন। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেবে স্পেন। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠবে ফ্রান্স।
অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠবে আর্জেন্টিনা। আর ব্রাজিল শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া ও কোয়ার্টারে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেবে। সেখানে দুই লাতিন পরাশক্তির লড়াইয়ে জয় পাবে ব্রাজিল।
এরপর ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ফ্রান্সের। শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে হেক্সা মিশন অর্থাৎ ষষ্ঠ শিরোপা জিতে নেবে ব্রাজিল।