৫০০ উইকেট শিকারে ইতিহাসে নবম বোলার অশ্বিন।

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৬, ০৭:৪১ অপরাহ্ন

অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

 শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজকোটে ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে আউট করে পৌঁছে যান এলিট ক্লাবে। অশ্বিনের লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে রাজত পাতিধরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্রলি। আর তাতেই ইতিহাসে নাম লেখান এই স্পিনার।

অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হলেও সব মিলিয়ে এই ক্লাবের নবম সদস্য তিনি। তবে ম্যাচের হিসেবেও দ্বিতীয় দ্রুততম ৫০০ উইকেট শিকারি অশ্বিন। এই রেকর্ডে সবার ওপরে রয়েছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তার লেগেছিল ৮৭ ম্যাচ। আর অশ্চিনের লেগেছে ৯৮ ম্যাচ।

আবার সময়ের হিসেবে অশ্বিন এই ক্লাবের তৃতীয় দ্রুততম বোলার। এ ক্ষেত্রেও সবার ওপরে আছেন মুরালিধরন। এই লঙ্কানের সময় লেগেছিল ১১ বছর ২০১ দিন। দ্বিতীয় অবস্থানে থাকা গ্লেন ম্যাকগ্রার লেগেছে ১১ বছর ২৫১ দিন। আর তৃতীয় অশ্বিনের সময় লেগেছে ১২ বছর ১০১ দিন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework