উদ্ধার কৃত ৪ জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করলো নৌবাহিনী।


প্রকাশিত : শনিবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৭, ০১:০১ অপরাহ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের তলা ফেটে গভীর সমুদ্রে ভাসতে থাকা চার জেলেকে উদ্ধার করে সিঙ্গাপুরগামী একটি বাণিজ্যিক জাহাজ। পরে খবর পেয়ে তাদের কাছ থেকে ওই জেলেদের তীরে এনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

তারা হলেন মো. ইউনুস (৪০), মোহাম্মদ হোসেন (৩৭), মো. আবু বকর সিদ্দিক (৪০) এবং নূর মোহাম্মদ(৩৩)।তারা কক্সবাজারের স্থানীয় বাসিন্দা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, এমভি রেফলেস প্রগ্রেস নামের সিঙ্গাপুরগামী বাণিজ্যিক জাহাজ থেকে ৪ জেলেকে গ্রহণ করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে তীরে আনা হয় বৃহস্পতিবার। এরপর আজ শুক্রবার কক্সবাজার ইনানী এলাকায় স্থানীয় প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করেছে নৌ বাহিনীর ‘সমুদ্র জয়’ জাহাজ।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বাণিজ্যিক জাহাজটি দুর্ঘটনায় কবলিত ভাসমান চার জেলেকে উদ্ধার করে। পরবর্তী সময়ে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) কর্তৃপক্ষকে জানানো হয়।

আইএসপিআর আরও জানায়, খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ উপকূল থেকে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র থেকে ৪ জেলেকে গ্রহণ করে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্য সহযোগিতা শেষে কক্সবাজার নিয়ে আসা হয়।

গত ৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ৬নং ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে মাছ ধরার ট্রলার ‘মা’ সমুদ্রে যায়। এরপর ৯ ফেব্রুয়ারি রাতে ট্রলারের তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েন জেলেরা। ট্রলারে থাকা ১৬ জনের মধ্যে ১১ জন সমুদ্রে ঝাঁপ দিয়ে পাশের অপর একটি মাছ ধরার ট্রলারে উঠতে সক্ষম হন। বাকি ৫ জেলের মধ্যে ৪ জনকে ভাসমান অবস্থায় বাণিজ্যিক জাহাজের নাবিকরা উদ্ধার করলেও একজন এখনো নিখোঁজ।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework