ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ০৯, ১০:৩৭ পূর্বাহ্ন

ফোর্বসের প্রকাশিত ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত বছরেও ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ছিলেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনা ৩৯তম ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পেয়েছিলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি একটানা এত বছর ধরে রাষ্ট্রক্ষমতায় রয়েছেন।
 
গত নির্বাচনেও তিনি এবং তার দল ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসন পেয়ে নির্বাচিত হয়।

ফোর্বস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে যা বিশ্বাস করেন, সেটিই তার কর্মে প্রতিফলিত হয়। খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনি এবং তার সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নানা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

এবারের ফোর্বসের প্রকাশিত ক্ষমতাধর নারীদের তালিকায় যাদের নাম প্রকাশ হয়েছে তারমধ্যে ৩০ জন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৯ জন বৈশ্বিক নেতা।
 
ফোর্বস  প্রকাশিত প্রতিবেদনে এবার সর্বাগ্রে নাম এসেছে ম্যাকেঞ্জি স্কটের। ম্যাকেঞ্জি পৃথিবীর তৃতীয় ধর্নাঢ্য নারী যিনি তার সমাজসেবার জন্য সর্বপরিচিত।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework