বুলেটসহ অস্ত্র নিয়ে ঢেমশার তুর্কি গ্রেফতার।

সাতকানিয়া প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৭, ০৩:০৮ অপরাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় একাধিক মামলার আসামি তানভিরুল ইসলাম (২৫) প্রকাশ তুর্কিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পুড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃত তানভির উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মোবারক ড্রাইবারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পুড়া মসজিদ এলাকায় একটি ক্রিকেট মাঠে তুর্কিসহ বেশ কয়েকজর তার সঙ্গী ক্রিকেট খেলছিল। ওই সময় মাঠের পাশে দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া পরবর্তী মারামারির ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তুর্কি এবং তার সঙ্গীদের ধাওয়া করে। এসময় তুর্কিকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, তানভীরুল ইসলাম ওরফে তুর্কিকে একটি অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং আজকেও পুনরায় তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে তাকে গ্রেফতার করা সাতকানিয়া থানার এসআই আব্দুর রহিম জানান,তাকে গ্রেফতারের সময় তার দলবল বেশ কয়েকবার ইটপাটকেল নিয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করছিলো, তাকে গ্রেফতার করে থানা পর্যন্ত আনা এত সহজ ছিলনা।

সাতকানিয়া থানায় বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে তুর্কির বিরুদ্ধে বেশকয়েকটি মামলাও আছে এবং সেই মামলাগুলিতে গ্রেফতারী পরোয়ানাও জারী আছে মাননীয় আদালতের।

এদিকে ঢেমশা মাইজপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান-এলাকার সকল অপকর্মের সাথে এই তুর্কি জড়িত।

এদিকে শুক্রবার রাতে সাতকানিয়া থানার বাইরে অবস্থান করা তুর্কির মা আর বোন এই প্রতিবেদককে জানান,তাদের সন্তান তুর্কি স্থানীয় রাজনৈতিক রোষানলের শিকার।তাকে ক্রিকেট খেলার মাঠ থেকে গ্রেফতারকরাহয়েছে। 

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework