প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলায় স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু।
সোমবার (২৭ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জীবন দিয়ে এ দেশের মাটি ও মানুষকে রক্ষা করেছিল।
মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্রক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশগঠনের কাজ শুরু করেন বঙ্গবন্ধু। কিন্তু ১৫ আগস্ট (১৯৭৫) তাকে ও তার পরিবারের সবাইকে হত্যার পর থমকে যায় দেশের অগ্রগতি। পিছিয়ে যায় বাংলাদেশ। বঙ্গবন্ধুকে হত্যা পর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। অবৈধ ক্ষমতা দখলের সংস্কৃতি ছিল এ দেশে।
জিয়া ও এরশাদ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন জানিয়ে শেখ হাসিনা দেশের সমসাময়িক বিষয় নিয়ে বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছে, তারাই আবার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয় তা রক্ষা করে।
একটা সময় আওয়ামী লীগ মিছিল-মিটিং করতে পারেনি, কিন্তু তারা (বিএনপি) অবাধে সবকিছুই করছে। তারপরও বিদেশিদের কাছে গিয়ে নালিশ করে যাচ্ছে। তারা মনে করে, বিদেশিরা এসে তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় মন্তব্য করে সরকারপ্রধান বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যে গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটিয়েছে, তার সামান্যটুকুও তারা (বিএনপি) সহ্য করতে পারবে না।