চট্টগ্রাম জেলার রাউজান থানার হোয়ারা পাড়া গ্রামের বৌদ্ধ জনকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও বৌদ্ধ জাতীয়তাবাদী ঐক্য ফোরামের অর্থ সম্পাদক তুহিন বড়ুয়া ও তার সহযোগী আসামিদের যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার (২১শে)ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলী ওয়াজেদ এ রায় ঘোষণা দেন। এ মামলার আসামি তুহিন বড়ুয়া হচ্ছেন হোয়ারা পাড়া গ্রামের বিকাশ বড়ুয়ার সন্তান অন্যান্য আসামিগণ ও একই গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা গেছে মামলার আসামি তুহিন বড়ুয়ার সহিত তাহার দোকানের কর্মচারী মোহাম্মদ জয়নালের সাথে তুহিনের সাইবার মামলা করার বিষয়ে কথোপকথন করিলে কথা কাটাকাটির এক পর্যায়ে তুহিন বড়ুয়া ও তার সহযোগী ডেনি বড়ুয়া, কানন বড়ুয়া বাঁচা বড়ুয়া, ও মুন্না বড়ুয়া পূর্বপরিকল্পিতভাবে তুহিনের দোকানের কাজ সেরে যাওয়ার পথে ভিকটিম জয়নালকে আসামীগন হকিস্টিক দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে বেত্রাঘাত করিয়ে মৃত্যু নিশ্চিত করার লক্ষে গুলি করে হত্যা করে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত ভিকটিমের পিতা বাদী হয়ে রাউজান থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এমদাদ হোসেন( ওসি তদন্ত) ২১ শে জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এ মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ পাঁচ বছর পর এই আসামি গনের বিরুদ্ধে অর্থাৎ পলাতক আসামী তুহিন বড়ুয়া ও হাজতি আসামিগণ ডেনি বড়ুয়া, বাঁচা বড়ুয়া, কানন বড়ুয়া, ও মুন্না বড়ুয়া দের যাবজ্জীবন কারা দন্ড ও ১ লক্ষ টাকা জরিমান প্রদান করে এ রায় ঘোষণা দেন। এই মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট হেনা, এডভোকেট মিশন আচার্য্য এবং আসামী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট রুবেল বড়ুয়া ও এডভোকেট রেজাউল করিম।