পঞ্চগড়ে স্কুল পড়ুয়া যুবকের মৃত্যু।


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৫, ১১:৩৮ পূর্বাহ্ন

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধায় পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মাদারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পঞ্চগড়ে রোহান (১৩) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

জানা গেছে, নিহত শিক্ষার্থী রোহান একই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। সে ফুটকিবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত ছিল।

পারিবারিক ভাবে জানা যায়, রোহান তার মামা মেহেদির (১৭) সাথে তার নিজ বাড়ির পাশে ঘাসে বসে আমরা গল্প করছিলাম। এক সময় সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। দ্রুত বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিকে মৃত শিক্ষার্থীর বাবা তাহেরুল ইসলাম  বলেন, হার্ট অ্যাটাক করে মারা গেছে রোহান।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আলম বলেন, মৃত্যুটি অস্বাভাকি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework