রান্নায় হাল ধরবে রোবট!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ মে ০৭, ০৩:২৩ অপরাহ্ন

বেশকিছু দিন ধরেই রোবটকে পাকা রাঁধুনি করার প্রচেষ্টা চালাচ্ছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল গবেষক। রান্নাঘরের আধুনিক সামগ্রী প্রস্তুতকারক একটি সংস্থার উদ্যোগে এ অসাধ্যকে সম্ভব করছেন তারা।


ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, রোবট রাঁধুনিকে পুরোপুরি তৈরি করা সম্ভব হলে রান্নার অনেক কাজই সহজ হয়ে যাবে।


ইতিমধ্যে গবেষকদের অক্লান্ত প্রচেষ্টায় রোবট রাঁধুনি ডিমের অমলেট বানাতে সক্ষম হয়েছে, যা গবেষকদের আশার আলো বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ।

রোবটের কার্যক্ষমতা বাড়াতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন তারা। এ বিষয়ে একটি রিপোর্টও সম্প্রতি প্রকাশ করেছেন গবেষকরা।

ওই রিপোর্টে জানানো হয়েছে, কোনো খাবার চেখে দেখতে দিলে তা চিবিয়ে দেখবে রোবট। ধাপে ধাপে মসলা আর লবণের মাত্রা ঠিক আছে কি না তাও বোঝার দক্ষতা থাকবে এই রোবটের।


গবেষকরা মনে করছেন, এই দক্ষতা ছাড়া রোবটকে রাঁধুনি করে গড়ে তোলার কোনো মানে নেই। তাই বাণিজ্যিকভাবে রোবট তৈরি করতে হলে এই গুণ অবশ্যই রোবটের মধ্যে থাকতে হবে। আশা করা হচ্ছে, এসব কাজই করে দিতে পারবে উদ্ভাবিত নতুন এ রাঁধুনি রোবট।

সূত্র: আনন্দবাজার পত্রিকা   


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework