অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই

বিনোদন প্রতিবেদক । টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ সেপ্টেম্বর ০২, ০২:১৩ অপরাহ্ন

 বিগ বস জয়ী বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২ আগস্ট) না ফেরার দেশে চলে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউনে।

শোক প্রকাশ করেছেন অনেক বলিউড তারকা। হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এ অভিনেতা। সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। সকালে সময়মতো না উঠায় এবং ডাকাডাকি করলে সাড়া না দেওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ। অভিনয় করেছিলেন কয়েকটি মেগা সিরিয়ালে। ‘বালিকা বধূ’ সিরিয়ালে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এ ছাড়া ‘ঝালক দিখলা যা’, ‘খতড়ো কি খিলাড়ি’সহ একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন তিনি।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম সিজনে অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন সিদ্ধার্থ। ওই আসরে বিজয়ী হয়েছিলেন তিনি। এর আগে ২০১৪ সালে করণ জোহরের প্রযোজনায় ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework