আমাদের বিয়ে পারিবারিকভাবে অনেক আগে থেকে ঠিক হয়ে আছে-নায়িকা অধরা

বিনোদন ডেক্স
প্রকাশিত : শনিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৪, ০৪:৪৪ অপরাহ্ন

প্রেমের কথা স্বীকার করলেও কখনো প্রেমিককে সামনে আনেননি চিত্রনায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদান হলেও দু’জনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি, জানাননি প্রেমিকের পরিচয়। তবে অধরা এবার প্রেমিককে সামনে আনলেন। আজ শুক্রবার প্রেমিকের জন্মদিনে প্রেমের কথা স্বীকার করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত।

আজকের পত্রিকাকে অধরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই পারিবারিকভাবে ফয়সালের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে আছে। আর তাঁদের বাগদান হয়েছে ১১ বছর আগে।

অধরার কথায়, ‘আমাদের বিয়ে পারিবারিকভাবে অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে আমাদের বাগদান হয়েছে।’

প্রেমিক ফয়সালের সঙ্গে অধরা। ছবি: ফেসবুকপ্রেমিক ফয়সালের সঙ্গে অধরা। ছবি: ফেসবুক
বিয়ে কবে করছেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘বিয়ের জন্য সময় নেব। এখনই বলতে পারছি না। ছোটবেলা থেকে সব ঠিক থাকলেও আমাদের নিজেদের চেনা জানার জন্য একটু সময় লাগবে।’

অধরা জানিয়েছেন, বাগদত্তা ফয়সাল কানাডায় থাকেন। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করছেন তিনি। এ ছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework