এবার সংসার বিচ্ছেদের গল্পের চরিত্রে দেখা যাবে তৌসিফ-তিশাকে!

বিনোদন ডেক্স
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ১০, ০৭:৪৬ অপরাহ্ন

গল্পটা দুই মেরুর দু’জন মানুষকে ঘিরে। এভাবেও বলা যায়, দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায় মিশে যাওয়া দেখা যাবে এতে।

যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও তৌসিফ মাহবুব।

যোবায়েদ আহসানের চিত্রনাট্যে দু’জনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

নির্মাতা জানান, এতে তৌসিফ ও তিশার নাম থাকছে পার্থ ও তিশা। দু’জনই সংসার জীবনে ডিভোর্সি। পার্থ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই ভবনে আলাদা থাকেন। দু’জনের মধ্যে কোনও জানাশুনা নেই।

তবে জানাশুনাটা হয়ে ওঠে নানা ঘটনার মধ্য দিয়ে। যা গড়াতে থাকে অনেক গভীরে।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো ‘ফ্যামিলি’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework