কার উপর এত ক্ষোভ ঋতাভরীর!

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ ডিসেম্বর ২৮, ১১:৪৯ পূর্বাহ্ন

টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি এক জনপ্রিয় অনলাইন পর্যটন সংস্থার ক্যাব বুক করেছিলেন। তাতে চরম ভোগান্তির শিকার হতে হইয় এই অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা জানিয়ে ক্ষোভ উগরে দিলেন এই অভিনেত্রী।

সোমবার (২৭ ডিসেম্বর) ঋতাভরী তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার করে বিরক্তির কথা জানান ঋতাভরী। অভিনেত্রী পরামর্শ দেন বাইরে গেলে কেউ যেন এই সংস্থার ক্যাব বুক না করেন।

তিনি লেখেন, ‘আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে। নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরি করে গাড়ি আসে। শুধু তাই নয়, চালক নিজের অবস্থান সম্পর্কে ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। কারও সঙ্গে এমন যেন না হয়, সেই কারণেই এই পোস্ট দেওয়া।’

এরপর বলেন , ‘আমি চাই না আপনারাও আমার মতো ভোগান্তির শিকার হন।’ বাইরে গেলে এই অ্যাপ থেকে গাড়ি ভাড়া না করার উপদেশ দিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে জানিয়েছেন, সংস্থার হেল্পলাইনে যোগাযোগ করেও কোনো সাহায্য মেলেনি।

তবে এই ঘটনা কোথায়, কখন ঘটেছে, শেষমেশ সেই সংস্থার সঙ্গে ঋতাভরী যোগাযোগ করতে পারলেন কিনা তা নিয়ে কিছু জানা যায়নি। তবে সতর্ক করার জন্য ঋতাভরীকে ধন্যবাদ জানিয়েছেন তার অনুরাগীরা। অনেকে আবার এই সংস্থার বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework