ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ারের শুরু থেকেই নানাভাবে আলোচনায় তিনি। লাস্যময়ী, দুরন্ত এ নায়িকা যেন সত্যিকারেরই এক পরী।
পরীর হঠাৎ হঠাৎ ইচ্ছে হয়। কখনও তিনি আকাশে উড়ে বেড়াতে চান। কখনও সমুদ্রের জলে গা ভাসাতে চান। আবার কখনও তার ইচ্ছে হয় মনের মতো ঘুরে বেড়াতে।
মাতৃত্বের অপূর্ব মুহূর্তগুলো তিনি উপভোগ করছেন মনের মতো করে। এবার এ নায়িকা শেয়ার করলেন নতুন ছবি। এক বাটি পাকা জাম মাখার ছবি দিয়ে ক্যাপশনে লিখলেন, ‘প্রেগনেন্সি পিনিক’।
মাতৃত্বকালীন মুখের স্বাদ পরিবর্তন আর ভিন্ন খাবার খাওয়ার ইচ্ছে জাগা প্রতিটা গর্ভবতী মায়ের কাছেই সুন্দর স্মৃতি। আর মাতৃত্বের এ টুকরো টুকরো সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে তিনি জমা রাখছেন সোশাল মিডিয়ার ‘প্রেগনেন্সি ডায়েরি' নামের অ্যালবামে। আর আপলোডের সাথেই সাথেই ভাইরাল হচ্ছে সেই ছবিগুলো।
তবে পরী তার পোস্টের কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন। তাই কেউ এতে মন্তব্য করতে পারেননি। কাজ থেকে দূরে থেকে মাতৃত্বের পুরোটা সময় উপভোগ করছেন এই নায়িকা।