চট্টগ্রামে থানার আশপাশে সবজি চাষ করে চমকে দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ অক্টোবর ০৮, ১২:৩৮ অপরাহ্ন
চট্টগ্রামের থানাগুলোর আশপাশে সবজি চাষ করে চমকে দিয়েছে পুলিশ প্রশাসন। করোনাকালীন সময়ে করা এসব সবজি বাগান থেকে উৎপাদন হচ্ছে হাজার হাজার টাকার লাউ, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, কাঁচা মরিচসহ নানা ধরনের সবজি। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি সবজি দেয়া হচ্ছে গরিব-দুঃখী মানুষজনেরও।
নগরীর কল্পলোক আবাসিক এলাকার ঠিক মাঝেই ভাড়া ভবনে চলছে বাকলিয়া থানা পুলিশের কার্যক্রম। ঠিক থানার পাশের গড়ে তোলা হয়েছে সবজি ক্ষেত। মিষ্টিকুমড়া, লাউয়ের পাশাপাশি ধরেছে ঢেঁড়স, কাঁচা মরিচসহ অন্যান্য সবজি।
মূলত করোনাকালীন সময়ে শুরু হয় পতিত জমিতে বাকলিয়া থানা পুলিশের এই সবজি চাষ। চলছে এখনো।
সহকারী কমিশনার রাইসুল ইসলাম বলেন, থানার আশপাশেই যেসব পতিত জায়গা আছে সেখানেই এই চাষ করা শুরু করি।
থানার পুলিশ সদস্যরাই যেমন এই সবজি ক্ষেত গড়ে তুলে যত্ন নিচ্ছেন তারাই। এই ব্যতিক্রমী ক্ষেত দেখে আশপাশের ভবন মালিকরাও আগ্রহী হয়ে উঠছেন সবজি চাষে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, প্রশিক্ষিত লোকদের সঙ্গে কথা বলে এই চাষ করি। নিজেদের কাজ শেষ করে পুলিশ সদস্যরা নিজেরাই যত্ন নেন।
থানার অপর পাশে পরিত্যক্ত আরেকটি প্লটে মাছের চাষ করছেন পুলিশ সদস্যরা। আর মাছ রান্না হয় পুলিশের মেসেই।