বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন, দগ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ১৮, ১১:০৮ পূর্বাহ্ন
নগরের ডবলমুরিং থানার পূর্ব মিরপাড়া এলাকায় একটি ভবনে বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ৪ ব্যক্তি হলেন- ভবন মালিক নজরুল ইসলাম, শাহ আলম, অবুজ মিয়া এবং মো. বাবলু।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ভবনের ওয়াটার পাম্প চালুর সময় বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন ধরে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, দগ্ধ ৪ জনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত নয়।