ভাসানচর থেকে পালানোর সময় ৪০ রোহিঙ্গা নিয়ে নৌকাডুবি

টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ১৫, ০৩:৫৬ অপরাহ্ন

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় প্রায় ৪০ জন রোহিঙ্গা নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।এ পর্যন্ত ১৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি রোহিঙ্গারা নিখোঁজ রয়েছ

 

শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
 

তিনি জানান, শুক্রবার (১৩ আগস্ট) রাতে ভাসানচর ক্যাম্প থেকে নৌকা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা। তাদের নৌকাটি ভাসানচর থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগরে পৌঁছলে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধারে নামে। 
 

এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম চ্যানেলের মধ্যবর্তীস্থানে একটি কাঠের বোট (নৌকা) দেখতে পাওয়া গেছে।
 

ডুবে যাওয়া বোটটি শনাক্ত করেছে উদ্ধার কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই বোটের পাশে নৌ বাহিনীর একটি জাহাজ নোঙর করা হয়েছে। ভোর থেকে ডুবন্ত বোটটি উদ্ধারে অভিযান চালাবে নৌ বাহিনীর সদস্যরা।
 

 

তিনি আরও জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন ফিশিং ট্রলারে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় চলে গেছে। বর্তমানে সে সাতকানিয়ার কেচিয়া গ্রামের নূর সালামের বাড়িতে রয়েছে।
 

নৌকা ডুবির ঘটনায় আব্দুর রহমানের পাঁচ সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তারা হলো সুপাইরা (৮), কিসমত আরা (৬), ফেরদৌস (৫), সকিনা (৪), নুর আয়েশা (৩ মাস)। তার সবাইল ভাসানচরের ৫০ নং ক্লাস্টারের সি -৭/৮ রুম এফসিএন-১৯২৩৫ তে থাকতো।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework