চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে যাচ্ছে ঈদ উপহার। এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কাছে এসব ঈদ উপহার পাঠানো হচ্ছে।
ঈদ উপহারের মধ্যে রয়েছে- পাঞ্জাবি, লুঙ্গি, দুই পদের সেমাইসহ নানা উপকরণ।
চট্টগ্রামের বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সালের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা উপহার নিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে।
জানতে চাইলে বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অনেকে বেঁচে নেই। যারা বেঁচে আছেন তারাও অসুস্থ। আর কিছুদিন পর হয়তো একজনও বেঁচে থাকবেন না। গত বছর যাদের ঈদ উপহার দিতে গিয়েছিলাম, তাদের কেউ কেউ এ বছর বেঁচে নেই। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে এই দেশকে একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের দিয়ে গেছেন যারা, তাদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘ছাত্ররাজনীতির সৌন্দর্যই হলো দেশমাতৃকার জন্য নিয়োজিত থাকা। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করাও দেশপ্রেমের অন্যতম চেতনা। তাই ঈদ উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে মুক্তিযোদ্ধাদের ঘরে উপহার নিয়ে আমরা তাদের সম্মান জানানোর চেষ্টা করছি।’