পাহাড় কেটে খাল ভরাট ও স্থাপনা নির্মাণের স্থান পরিদর্শন গিয়ে হামলা ও বাধা দেওয়ার ঘটনায় থানায় মামলা করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে প্রধান আসামি করা হয় এতে। বৃহস্পতিবার রাতে সিএমপির আকবর শাহ থানায় এ মামলা দায়ের হয়।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী) এ কে এম মহিউদ্দিন সেলিম দেশ রূপান্তরকে জানান, এজাহারে কাউন্সিলর জসিমসহ সাতজনের বিরুদ্ধে বাধা প্রধান, অভিযোগ, অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি আটকে দেওয়া, গাড়িতে পাথর ছোড়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে কাজ করছেন।
শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলার কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে কালির ছাড়া খাল ভরাট করে স্থাপনা নির্মাণের স্থান পরিদর্শনে যান রিজওয়ানা হাসান। সেখানেই স্থানীয় কাউন্সিলরের লোকজনের বাধা ও হামলার শিকার হন তারা।
আকবর শাহ থানায় দায়ের করা অভিযোগে ঘটনার বর্ণনা দিয়ে বেলা’র প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান বলেন, পাহাড় কাটার স্থান পরিদর্শনকালে ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের নেতৃত্বে মো. হৃদয়, আবু নোমান (কালা নোমান), সাইফুদ্দিন ভূঁইয়া, আনিস চৌধুরী রাজন, শাকিল, সাঈদসহ বেশ কিছু লোক তাদের বাধা দেন। এ সময় তারা বেলা’র কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িটি অস্ত্রের মুখে লেকসিটি আবাসিকের অফিসের কাছে নিয়ে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করলেও সেখান থেকে ফেরার পথে বায়েজিদ লিংক রোডে গাড়িতে পাথর ছুড়ে মারে এবং পেছন থেকে গাড়িতে ধাওয়া করে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বেলার নেটওয়ার্ক প্রতিনিধি সাংবাদিক আলিউর রহমান বলেন, উত্তর পাহাড়তলীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ রয়েছে স্থানীয় কাউন্সিলর জসিমের বিরুদ্ধে। গত বছর আগস্ট মাসে পরিবেশ অধিদপ্তর তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছে। সেখানে পাহাড় কেটে কালির ছড়া খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ ঘটনা সরেজমিন দেখতে গিয়েই হামলার শিকার হয়েছেন বেলা প্রধান নির্বাহীসহ অন্যরা।