শিরোনাম: প্রধানমন্ত্রী ক্রীড়াকে অনেক বেশি ভালোবাসেন, শেখ কামাল যুব গেমস আন্ত: উপজেলার শুভ উদ্বোধনে আজম নাসির।
মাঠে সারি সারি বেলুন, এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্ধোধন হয়ে গেল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ আন্ত উপজেলা।
সোমবার (২ জানুয়ারী) সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রসাশক আবু বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক এবং সাবকে মেয়রর আজম নাছির উদ্দিন।
এসময় সাবেক মেয়র বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও ক্রীড়াকে আরো এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে তার সরকার।
পরে স্টেডিয়াম মাঠে মনোরম সাংস্কৃতিক পরিবেশন উপভোগ করেন।
এবার বাংলাদেশে যুব গেমস ২০২৩ এর আন্ত উপজেলা পর্বে অংশগ্রহণ করে ১৫ ট উপজেলা, যা পরবর্তীতে অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ে।
এসময় অনুষ্ঠানে আবু সিরাজউদ্দিন মুহাম্মদ আলমগীর, লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।