৪ দিনে চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি হত্যার ঘটনায় ভয়াবহ আতঙ্কে স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২২, ১১:০৩ পূর্বাহ্ন
গত ৪ দিনে চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি হত্যার ঘটনায় ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। সর্বশেষ গত ১৯ মার্চ রাতে বাহারছড়া ইউনিয়নে দুই পা কেটে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে বিএনপি নেতা বশরকে খুন করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে সরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের বাড়ি গিয়ে দেখা যায়, বাবা আবুল বশরকে হারিয়ে দিশেহারা সন্তানরা। বটবৃক্ষকে হারিয়ে ৪ মেয়ে ৩ ছেলেকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ আতঙ্কে মা খালেদা বেগম। চোখে মুখে বাবার হারানোর বেদনা আর আকুতি সন্তানদের।
গত ১৯ মার্চ রাতে বাঁশখালীর বাহারছড়ার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আবুল বশর তালুকদার বাড়ি ফিরছিলেন। এ সময় তার পথ আটকায় দুর্বৃত্তরা। পরে শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন করে উল্লাস করে পালিয়ে যায় তারা। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান বশর।
স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, নানা অপরাধের প্রতিবাদ করতেন আবুল বশর। সাবেক এ ইউপি সদস্য আসন্ন ইউপি নির্বাচনে আবার প্রার্থী হওয়ার কথা ছিল। তাই প্রতিপক্ষের হাতে খুন হতে হয় তাকে।
এ ঘটনার পর ১২ জনকে আসামি করে স্ত্রীর মামলার পর পুলিশ এজাহারভুক্ত ৪ জনকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
জানা যায়, বশর হত্যার একদিন আগে গত ১৮ মার্চ রাতে বাঁশখালীর পুকুরিয়ায় আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর ঠিক দুইদিন আগে ১৬ মার্চ রাতে চাম্বল বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী।
২৪ টিভি/এডি