ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করলেন আলাল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ ডিসেম্বর ১৪, ১১:৫০ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই আওয়ামী লীগে এমপি, মন্ত্রী ও দলীয় নেতাসহ সমাজের বিভিন্ন স্তরের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।

এতদিন যাবত বিএনপির এ নেতা এই বিষয়ে চুপ থাকলেও এবার দেশের বাইরে থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিএনপির মিডিয়া উইংয়ের মাধ্যমে গণমাধ্যমে এ বিবৃতি পাঠান।

বিবৃতিতের আলাল বলেন, আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই। তাই বলছি, কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাত প্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সবার নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে ওই বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।

বর্তমানের বিএনপির এ নেতা দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রীকে জড়িয়ে দেওয়া বক্তব্যের জেরে আলালের বিরুদ্ধে শরীয়তপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ৯ ডিসেম্বর শরীয়তপুরের আমলি আদালত পালং অঞ্চলের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলমের আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে সশরীরে শরীয়তপুর আমলি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনিতে টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে ভারত অবস্থান করছেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework