সার্চ কমিটি ইসি গঠনে ক্ষমতাসীনদের খুঁজে নেবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০১, ০৩:১৬ অপরাহ্ন

নির্বাচন কমিশন গঠন আইনের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই আইনের মাধ্যমে আগামী নির্বাচনে অবৈধভাবে জয়ী হওয়ার নীলনকশা করছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যে সার্চ কমিটি করার কথা বলা হচ্ছে সেই কমিটি ইসি গঠনে ক্ষমতাসীনদের অনুসারীদেরকেই খুঁজে নেবে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন রিজভী। বলেন, ‘বিএনপি নয়; আওয়ামী লীগই মূলধারার রাজনীতি থেকে সরে গেছে। জনগণ সেটা বোঝে।’

তিনি বলেন, ‘আপনারা হয়তো ভুলে গেছেন জনগণের শক্তির কথা। এই শক্তি একবার জেগে উঠলে কোনোভাবেই থামানো যাবে না।’

এ সময়, জাতীয়তাবাদী কৃষক দলের নেতাদের মাঝে দায়িত্ব বন্টন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির শীর্ষ এই নেতা। একইসাথে জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework