আনোয়ারায় বেড়েছে পাশের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১২, ০৫:৫৯ অপরাহ্ন

সারাদেশের মতো চট্টগ্রাম আনোয়ারায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারে আনোয়ারায় ৮৪.৭৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এবার এ উপজেলায় শীর্ষ স্থানে অর্জন করেছে কাফকো স্কুল এন্ড কলেজ। 

এদিকে গতবারের তুলনায় আনোয়ারায় বেড়েছে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। উপজেলায় এবারের পাশের হার ৮৪.৭৮ শতাংশ। যা গতবারের তুলনায় ৭ দশমিক ১৩ শতাংশ বেশি । একইভাবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

রবিবার (১২ মে ) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও আনোয়ারা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আনোয়ারা উপজেলার ২৬ টি স্কুলে এবার পরীক্ষার্থী ছিল ৪০৬৬ জন। তার মধ্যে পাশ করেছে ৩৪৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। যা গতবারের তুলনায় ৫০ জন বেশি । গতবার জিপিএ-৫ এর সংখ্যা ছিল ১৩০ জন।

২৬টি বিদ্যালয়ের জিপিএ-৫ পেয়ে এবারও ফলাফলে উপজেলার প্রথম হয়েছে কাফকো স্কুল এন্ড কলেজ। তার পরে রয়েছে সিইউএফএল স্কুল এন্ড কলেজ ও আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ।

অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ১১টি মাদরাসার মধ্যে ৬৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫৪১ জন। পাশের হার ৮৪.৯৩%। জিপিএ-৫ পেয়েছে ২৬জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, করোনা পরবর্তী গতবারের চেয়ে ফলাফল এবার একটু ভালো হয়েছে। তবে আশানুরূপ ফল হয়নি। তুলনামূলক ভাবে গতবারের তলানীতে থাকা কয়েকটি বিদ্যালয় এর ফলাফল ভালো হলেও কিছু বিদ্যালয়ের ফলাফলে সন্তুষ্ট হতে পারিনি।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework