চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও বাণীগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস সওদাগর ও তার বাবা মোঃ ইদ্রিস সওদাগরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২ মে (রবিবার) বিকেলে উপজেলার সাধনপুর ইউপির বেলগাঁও- বাণীগ্রাম বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা কৃষকলীগের সভাপতি ভি.পি. মোঃ ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আতিকুর রহমান, প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক।
উপজেলা আওয়ামী কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাধনপুর ইউপির সাবেক সদস্য মোঃ ফেরদৌস, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সরাজ ভুট্টাচার্য্য সুজন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম,সাধনপুর ইউপি কৃষকলীগের সভাপতি রশিদ আহমদ,১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ওসমান গণী,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ।
৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. সঞ্জয় কুমার পাল, সাধনপুর ইউপির স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ রাহাদুল আলিম রিয়াদ, ৩ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ডাঃ এম এ হায়দার, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দীন মিয়াজি।
বক্তারা বলেন, স্থানীয় চেয়ারম্যান কে এম সালাউদ্দিনের নেতৃত্বে মিছিল সহকারে এসে সশস্ত্র সন্ত্রাসীরা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও বাণীগ্রাম বাজার ব্যবসায়ী মোঃ ইলিয়াস সওদাগরের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে দাবি করেন তারা। এসময় সন্ত্রাসীরা দেশীয় তৈরি দ্যা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তার দোকান লুটপাট করেছে।
এসময় ছেলেকে উদ্ধার করতে গেলে তার বাবা মোঃ ইদ্রিস সওদাগরের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে ন্যাক্কারজনক ইতিহাস রচনা করেছে চেয়ারম্যান সালাউদ্দিন কামাল। কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী ইলিয়াস ও তার বাবা মোঃ ইদ্রিস সওদাগরের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। সমাবেশে সাধনপুর ইউপির বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরাসহ এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করেন।