চন্দনাইশে ড. জিনবোধি মহাথেরোর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ:
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ মার্চ ২২, ০৭:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরে একুশে পদক প্রাপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি মহাথেরোর উপর হামলার প্রতিবাদে চন্দনাইশ ভিক্ষু পরিষদ ও সম্মিলিত বৌদ্ধ সমাজ যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

গতকাল ২২ মার্চ বিকালে চন্দনাইশ বৌদ্ধ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবিরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে আলোচনায় অংশ নেন- সংঘরত্ন মহাস্থবির, ধর্মানন্দ মহাস্থবির, ড. সুমনপ্রিয় মহাস্থবির, লোকপ্রিয় মহাস্থবির, লোকরত্ম থের, আনন্দ বোধি থের, বোধিমিত্র থের, শীল প্রিয় থের, বুদ্ধপাল থের, বিনয়ানন্দ থের, শীলানন্দ থের, তিশংকর থের, জ্যোতিমিত্র থের, শীলব্রত থের, অগ্রলংকার থের, সুজন বড়–য়া, কমরেড মৃদুল বড়–য়া, ছোটন বড়–য়া, লিটন বড়–য়া, উজ্জ্বল বড়–য়া, খোকন বড়–য়া প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, গত ৮ মার্চ নগরীর বৌদ্ধ মন্দিরে তথাকথিত বৌদ্ধ সমিতির কিছু দুস্কৃতিকারী নেতা ধমীয় গুরুদের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানান। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। তারা বলেন, তথাকথিত বৌদ্ধ সমিতি সম্পূর্ণ একটি অবৈধ সংগঠন। যেখানে চন্দনাইশের কয়েকজন চিহ্নিত অসামাজিক লোক রয়েছে। তাদের কারণে আমরা চন্দনাইশবাসীও লজ্জিত। এই সংগঠনের নাম ব্যবহার করে তারা নিজেদেরকে অনেক নামী-দামী মানুষ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে ফুল নিয়েছেন, বক্তব্য দিয়েছেন। তাছাড়া তাদের সংগঠন বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্ন সময় অপমান, অমযার্দা, অসম্মান করে ধমীয় গুরুদের অবমাননা করেছেন। তাই এই সকল কুলঙ্গার নেতাদের অপসারণের দাবী জানান|


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework