চন্দনাইশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা'২৪ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৯, ০৭:০৮ অপরাহ্ন

চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম-মাহবুব মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরস্থ কাসেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আথলীগের সহ-সভাপতি মাষ্টার আহসান ফারুক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য সঞ্জিতা বড়ুয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা যথাক্রমে জীবন কানাই সরকার, তপন কান্তি পোদ্দার, প্রধান শিক্ষক যথাক্রমে হোসেন সরোওয়ার্দি, মো. জাকের হোসাইন, হাবিবুর রহমান, গোপাল কৃষ্ণ ঘোষ, কেশব চন্দ্র আশ্চার্য্য, দিলশাদ বেগম, উৎপল চৌধুরী, শিরিন আফরিন, সহকারী শিক্ষক যথাক্রমে শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মো. নাজিম উদ্দিন, রূপক ঘোষ, সুমন সরকার, নাজিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করাতে হবে। পরে সাংস্কৃতিক, ক্রীড়া, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework