নিজস্ব প্রতিবেদক, রাউজান
.................................
চট্টগ্রামের রাউজানে কৃষি জমি ভরাট করার দায়ে দুটি মাটিভর্তি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করা হয় বলে জানিয়েছেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল। অন্যদিকে গহিরা কোতোয়ালীঘোণা এলাকায় কৃষি জমি ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে আটক করার খবর পাওয়া গেলেও অস্বীকার করেছে পুলিশ। জানা যায়, আইন অমান্য করে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে সাহেব বিবি সড়কের পাশে আনছুর আলী গোমস্তার বাড়িতে ও ঢেউয়াপাড়া এবং গাবগুলাতল এলাকায় মো. জাহাঙ্গীর আলম, সেলিম নামে একাধিক ব্যক্তি কৃষি জমি ভরাট করছেন। এছাড়া নুর কবির নামের এক ব্যক্তি বিশাল কৃষি জমি ভরাট করেছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, আইন অমান্য করে হরিষখান পাড়া এলাকায় কৃষি জমি ভরাট করার দায়ে দুটি ট্রাক (চট্ট-মেট্রো-ড-১১-০১৯২ ও চট্ট-মেট্রো-ট-০৫-০১৬৭) জব্দ করা হয়।
গহিরা এলাকা থেকে কৃষি জমি ভরাটে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করার বিষয়ে জানতে চাইলে কাউকে আটকের বিষয়ে জানেন না বলে দাবি এই কর্মকর্তার।