হাটহাজারী উপজেলা নির্বাচন-চেয়ারম্যান পদে রাশেদ-গণি,নোমানসহ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক,হাটহাজারী
প্রকাশিত : সোমবার, ২০২৪ এপ্রিল ২২, ০২:৫৩ অপরাহ্ন

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে তিন হেভিওয়েট প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৪জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) সকাল থেকে নিজ নিজ অবস্থান থেকে অনলাইনে মনোনয়ন ফরম জমা দেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা দেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির দপ্তর সম্পাদক নুর খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন শাহ,হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আশরাফ উদ্দিন জীবন, নাজমুল হুদা, অশোক কুমার নাথ, এম এ খালেদ, এবং নুরুল আবছার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা দিলেন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, মোছা.শারমিন আক্তার,  বিবি ফাতেমা শিল্পী এবং সাজেদা বেগম।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: এবি,এম মশিউজ্জামান বলেন উপজেলা নির্বাচনে প্রথম বারের মত অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। যা ছিল। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলেও তিনি জানান।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ উঠান বৈঠক শুরু করে দিয়েছে। তবে হাটহাজারীতে বিএনপির কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেনা।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework