দিন দিন জনপ্রিয় হচ্ছে মারমা সম্প্রদায়ের ময়ূর নৃত্য

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ৩০, ০২:০৬ অপরাহ্ন

   মারমা ভাষার গান,

" লিলে থাঃলোঃ থাঃলোঃ

 মোহ লেঃ ক্যালোঃ ক্যাল্যাঃ

 আগাঃ মোহ মঃমই

 আগাঃ মোহ লালাং" 

 অথাৎ

" আকাশের মেঘের ডাক  আর বিজলী চমকালে  মনে হয় বৃষ্টি হবে,  আবার মনে হয় বাতাস বইছে, সে আনন্দে  ময়ূর পাখনা মেলে নাচছে।সে ময়ূরের নাচ আর আনন্দ টা দেখে খুশি তে  ছোট ছোট মেয়েরা নেচে উঠে। " 

এই চরনগুলো মারমা সম্প্রদায়ের ময়ুর নৃত্যের গানের  বঙ্গানুবাদ। 

মুলতঃ  মেঘের গর্জন বা মেঘলা আকাশে ময়ুররা  পেখম খুলে নাচে, তাই এই দৃষ্টিতে নাচটি ময়ুরের নৃত্য বলা হয়। 

মারমা সম্প্রদায়ের বিভিন্ন উৎসব পার্বন ছাড়াও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই ময়ুর নৃত্য পরিবেশন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ পোশাকের সাথে পেছনে ময়ুর এর পেখম পড়ে  ৪ কি ৫ জনের একদল নৃত্য শিল্পী  সমবেত ভাবে এই নৃত্য পরিবেশন করে দর্শকদের অনাবিল আনন্দ দেন।

তেমনি একটি  মারমা নৃত্য দল রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বড় পাড়ার চান্দাউই মারমা এবং তাঁর দল। তাদের ৪ জনের দলের এই ময়ুর নৃত্য পরিবেশন ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।  মারমা সম্প্রদায়ের উৎসব ছাড়াও কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকার বেসরকারি অনুষ্ঠানে তাদের ময়ূর নৃত্য পরিবেশন ইতিমধ্যে দর্শকের প্রশংসা অর্জন করেছে। 

এই দলের সদস্য সান্দাউই, মাসাইন শৈ,  হ্লামেসিং এবং হ্লাহ্লাচিং বলেন,  আমরা যখন বিভিন্ন উৎসবে পার্বনে এবং বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে এই ময়ুর নৃত্য পরিবেশন করি, তখন দর্শক শ্রোতা প্রচুর করতালিতে আমাদেরকে প্রশংসায় ভাসান, তখন খুব ভালো লাগে। 

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য এবং বাংলাদেশ বেতার, রাঙামাটি কেন্দ্রের মারমা গানের শিল্পী মংচাই মারমা বলেন, মারমা সম্প্রদায়ের অনেকগুলো জনপ্রিয় নৃত্যের মধ্যে এই ময়ূর নৃত্য ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যখন পেছনে পেখম পড়ে একদল মারমা মেয়ে এই নাচ পরিবেশন করেন তখন তাদের দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সেই নাচের মুদ্রাটাও উপভোগ্য হয়।

কাপ্তাই উপজেলার  মারমা সম্প্রদায়ের নৃত্য শিল্পি মিনু মারমা বলেন,  আমাদের সময় এই ময়ুর নৃত্য টি তেমন জনপ্রিয় না হলেও বর্তমান সময়ে মারমা সম্প্রদায়ের এই ময়ূর নৃত্য পরিবেশন বেশ ভালো লাগছে। 

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক নাট্য পরিচালক আনিছুর রহমান বলেন,  উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে চিৎমরম এলাকার এই মারমা দলের ময়ূর নৃত্যটি পরিবেশিত হয়েছে। সত্যি নাচটি যতবার উপভোগ করি ততবারই মুগ্ধ হয়েছি।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework