দক্ষিণ ইউক্রেনের উপকূলীয় শহর বারডিয়ানস্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে শহরটির মেয়রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
মেয়র আলেকজান্ডার সভিডলো ফেসবুকে পোস্ট করা ভিডিওতে বলেছেন, রাশিয়ান সৈন্যরা স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই শহরের কেন্দ্রে ঘোরাঘুরি করতে দেখা যায়।
তিনি বলেন, ‘রাশিয়ানরা জানিয়েছে, সব প্রশাসনিক ভবন তাদের নিয়ন্ত্রণে এবং তারা নির্বাহী কমিটির ভবনও নিয়ন্ত্রণে নিচ্ছে। অপারেশনাল হেডকোয়ার্টারের সব সদস্য হিসেবে আমরা কার্যনির্বাহী কমিটির ভবন ত্যাগ করেছি।’
কৃষ্ণ সাগরের ওই শহরে একটি ছোট নৌঘাঁটি রয়েছে। শহরটিতে প্রায় এক লাখ ইউক্রেনীয়র বাস।
এদিকে ইউক্রেনের ন্যাশনাল নিউজ এজেন্সি (ইউক্রিনফর্ম) অনুসারে, কিয়েভ ও খারকিভে গোলাগুলি আবার শুরু হয়েছে।
ইউক্রেনের রাজধানীতে কয়েক ঘণ্টা শান্ত থাকার পর সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কিয়েভ ও খারভিভে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, দেশটির উত্তরাঞ্চলের চেরনিহাইভে একটি এয়ার অ্যালার্ম বাজানো হয়েছে।