উত্তপ্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২৯, ১০:৫৩ পূর্বাহ্ন
শনিবার (২৭ মার্চ) সকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান জেলায় বিচ্ছিন্নতাকামীদের অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি, ওয়ানগাম গ্রামে অভিযান শুরু করা হলে তাদের লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা।
এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। দুই বিদ্রোহীর পাশাপাশি নিহত হন ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যও।
জম্মু কাশ্মীর পুলিশ কর্মকর্তা বলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জন্য পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ ফোর্সের নেতৃত্বে অভিযান শুরু করে। আমরা যখনই এলাকাটি ঘিরে ফেলি, ঠিক তখনই বিপরীত দিক দিয়ে গুলি বর্ষণ শুরু হয়।