এভারেস্ট জয়ে নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের বিখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। তিনি ২৬ বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।
গত বছর তিনি ২৫তম বারের মতো ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এই শিখর জয় করেন। এবার নিজের রেকর্ড ফের ভেঙে ৫২ বছরের এই নেপালি পর্বতারোহী ইতিহাস গড়লেন।
সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তার সঙ্গে এভারেস্ট জয় করেন আরও ১০ জন নেপালি পর্বতারোহী। দলটির নেতৃত্বে ছিলেন কমি রিতা শেরপাই।
কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, কামি রিতা শেরপা তার আগের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
১৯৫৩ সালে এ পথ ধরেই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন নেপালের কিংবদন্তি শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি।
হিমালয়ান ডেটাবেইজের তথ্য অনুযায়ী, ১৯৫৩ সাল থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ।
অনেকেই বেশ কয়েকবার করে এভারেস্ট জয় করেছেন। আর এ পর্যন্ত এভারেস্টের চূড়ায় আরোহণ করতে গিয়ে মারা গেছেন ৩১১ জন।
এ বছর নেপাল ৩১৬ জনকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে। চলতি মে মাসেই কেবল তারা এভারেস্টে আরোহণ করতে পারবেন। গত বছর এই সংখ্যা ছিলো ৪০৮ জন।