পাকিস্তানে যাত্রীবাহী বাসের টায়ার ফেটে পড়ল খাদে, নিহত ২৮

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ২৯, ০৪:২৩ অপরাহ্ন

পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ যাত্রী।

হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।  

স্থানীয় সময় বুধবার (২৯ মে) সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের ওয়াশুকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে গণমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীবোঝাই বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এ সময় ওয়াশু স্থানের বাসের টায়ার ফেঁটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করেছে উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।  

আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework