মার্কিন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা আবদুল হামিদ আল মাতার নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার (২২ অক্টোবর) মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিজবি এক বিবৃতিতে বলেন, আল-কায়েদার এই নেতার মৃত্যুর মধ্য দিয়ে ফের মার্কিন নাগরিকদের হামলা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হুমকি দেওয়া বাধাগ্রস্ত হবে।

মাএমকিউ-৯ এয়ারক্রাফট ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। হামলায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুইদিন আগে সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন একটি ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছিল। তার প্রতিক্রিয়াস্বরূপ এই হামলা চালাল যুক্তরাষ্ট্র।

এর আগে সেপ্টেম্বরে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সেলিম আবু-আহমেদ নিহত হয়েছিলেন।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework