আজই হচ্ছে মেসির পিএসজি অভিষেক!

খেলা ডেক্স । টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ২৯, ০৩:৫২ অপরাহ্ন

লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন এটা পুরনো খবর। সমর্থকরা অধীর অপেক্ষায় কবে প্যারিসের জার্সিতে অভিষেক হবে আর্জেন্টাইন তারকার। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

রোববার (২৯ আগস্ট) রাতে রেইমসের মুখোমুখি হবে পিএসজি। নিশ্চিতভাবে কিছু না বললেও কোচ মরিসিও পচেত্তিনো ইঙ্গিত দিয়েছেন আজই অভিষেক হতে পারে মেসির। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় রেইমসের মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই।
 
গেল ১০ জুলাই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। এরপর থেকেই জল্পনা, কবে ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে মাঠে নামবেন লিও। আর্জেন্টাইন তারকার পিএসজিতে যোগ দেওয়ার পর, দুটি ম্যাচ খেলেছে ক্লাবটি।
 
ধারণা করা হচ্ছে বদলি হিসেবে হলেও আজ রাতের ম্যাচে মাঠে দেখা যাবে মেসিকে। কারণ এই ম্যাচের পরই শুরু হবে আন্তর্জাতিক ফুটবলের বিরতি। পিএসজির পরের ম্যাচ আগামী মাসের ১২ তারিখ। তাই এই ম্যাচেই মেসিকে মাঠে দেখার প্রবল সম্ভাবনা আছে। খেলা হবে রেইমসের মাঠে। আর মেসির অভিষেক দেখার জন্য স্টেডিয়ামের ২১ হাজার টিকিটের সবই বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন: পিএসজির জার্সিতে মেসির ম্যাচ দেখা যাবে মোবাইলেও
 
লিগ ওয়ানে ভালো সূচনা করেছে পিএসজি। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচেই জয় আছে তাদের। আজ রাতের ম্যাচে মাঠে দেখা যেতে পারে নেইমারকেও।

এদিকে কিলিয়ান এমবাপ্পে দল-বদল নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায়, তিনিও শনিবার (২৮ আগস্ট) দলের সঙ্গে অনুশীলন করেছেন।
 
কোপা আমেরিকার ধকল ও অবকাশযাপন শেষে বার্সেলোনায় ফিরেছিলেন মেসি। এরপর বার্সা বিচ্ছেদের রেশ কাটতে না কাটতে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে ফিটনেসে কিছুটা ভাটা পড়েছে তার, যদিও গত কয়েক দিন পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন আর্জেন্টাইন তারকা। দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচও খেলেছেন তিনি।
 
তবে মেসির অভিষেক ম্যাচ দেখতে অধীর অপেক্ষায় সমর্থকরা। মেসির ট্রান্সফার নিয়ে গুঞ্জন চলার সময়েই মাঠে গড়িয়েছিল লিগ ওয়ান। থোয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে লিগ শুরু হয় পিএসজির। মেসি যোগ দেওয়ার পর স্ত্রাসবুর্গ’কে ৪-২ গোলে হারায় পিএসজি। সে ম্যাচে সমর্থকদের সামনে মেসিকে নিয়ে আসে পিএসজি।
 
এরপর গত ২১ আগস্ট (শনিবার) ব্রেস্তের বিপক্ষে লিগ ওয়ানে নিজেদের তৃতীয় ম্যাচে মেসির খেলার সম্ভাবনা থাকলেও নাকচ করে দেয় ক্লাব। ওই ম্যাচে মেসিকে ছাড়াই ব্রেস্টকে ৪-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে পিএসজি। তবে এই ক‌’দিন অনুশীলনে নিজেকে মোটামুটি ফিরে পেয়েছেন আর্জেন্টাইন তারকা। সবার সঙ্গে বোঝাপড়াও হয়েছে বেশ।
 
গত মৌসুমে টেবিলের দুয়ে থেকে রানার্স আপ হয়েছিল পিএসজি। সেই আক্ষেপ ভুলে এবার যেন ট্রফি পুনরুদ্ধার করার লক্ষ্য নয়বারের চ্যাম্পিয়নদের। ফরাসি লিগ ওয়ানে ব্রেস্টকে হারিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পায় পচেত্তিনোর শিষ্যরা।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework