সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টিম ব্রেসন্যান। ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ইংলিশ এই অলরাউন্ডার।
ইনজুরির কারণে অনেক আগেই শেষ হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া লিগগুলোতে। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন ব্রেসন্যান। দীর্ঘ ক্যারিয়ারে বহু সাফল্য রয়েছে এই তারকার ঝুলিতে।
ইংল্যান্ডের হয়ে ২৩ টেস্ট, ৮৫ ওয়ানডে খেলেছেন ব্রেসন্যান। এই ডানহাতি ব্যাটার ও বাঁহাতি পেসার ২০১০-১১ মৌসুমে ইংলিশদের অ্যাশেজ জয়ী সদস্য ছিলেন। ২০১৩ সালে ঘরের মাটিতেও অ্যাশেজ জেতেন ব্রেসন্যান। ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি।