সবশেষ ২০২১ সালে উপমহাদেশে এসেছিল ইংল্যান্ড। এবার বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এসেছে ইংলিশরা। এর আগে বাংলাদেশের মাটিতে ২০১৬ সালে এসেছিল ইংল্যান্ড। সেবার ২-১ এ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল তারা। তবে ২০১৬ সালের তুলনায় এবারের বাংলাদেশকে আরও অনেক শক্তিশালী বললেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
বছরের শেষে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে বাংলাদেশের সফর, ইংলিশদের প্রস্তুতি মঞ্চ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন বাটলার। রোববার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি।’
‘বিশ্বকাপের আগে এই ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।’
বাংলাদেশের ঘরের মাঠে শেষ দেখায় সিরিজ জিতেছিল ইংল্যান্ড। তবে আগেরবারের চেয়ে এবারের বাংলাদেশ দল আরও শক্তিশালী বলে মনে করেন ইংলিশ অধিনায়ক। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন হবে বলে মনে করেন তিনি।
বাটলার বলেন, ‘বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে। তবে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ইতিবাচক খেলাটাই খেলতে চাইব।’