চট্টগ্রাম এভারগ্রিনের নিকট হারলো ঢাকা একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৯, ০৫:৫৯ অপরাহ্ন

চট্রগ্রামে ক্রীড়া সাংবাদিকদের সম্প্রীতি ম্যাচে ৮-৬ গোলের ব্যাবধানে ঢাকা একাদশকে হারিয়েছে চট্টগ্রাম এভারগ্রিন।

১৮ ফেব্রুয়ারি রোজ রোববার রাত ৯টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ফরচ্যুন স্পোর্টস এরিয়াতে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ। এ সময় প্রীতি ম্যাচের স্পন্সর প্রতিষ্ঠান ফরচ্যুন স্পোর্টস এরিনার ডিরেক্টর শাহাদাত বিন আশরাফ সাইমুন, সাজ্জাদ আলী মনি ও আব্দুর রহমান, এস টেক'র ডিরেক্টর তানভীর হায়দার উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ সাংবাদিকদের ক্রীড়া দক্ষতার প্রশংসা করে বলেন, সাংবাদিকরা পেশার পাশাপাশি এমন সুন্দর খেলতে পারেন তা সত্যিই প্রশংসনীয়। শরীর-মন সুস্থ রাখতে নিয়মিত খেলার অভ্যাস গড়তে তারা আহ্বান জানান।

খেলায় চট্টগ্রাম এভারগ্রিনের রনি সাজ্জাদ ৫টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন। টিমের পক্ষে ইকবাল দুটি এবং অধিনায়ক আজহার মাহমুদ অপর গোলটি করেন।

এভারগ্রিন দলে ছিলেন আজহার মাহমুদ (অধিনায়ক), সুমন গোস্বামী, ফারুক মুনির (গোল রক্ষক), মাসুমুল ইসলাম, রনি সাজ্জাদ, ইকবাল হোসেন, শাখাওয়াত হোসেন টিপু, শুভাশীষ ভট্টাচার্য ও সানাউল্লাহ।

ঢাকা একাদশের পক্ষে মাজহারুল ইসলাম মিঠুন ৩টি, সরোয়ার ২টি এবং মামুন অপর গোলটি করেন।

ঢাকা একাদশে ছিলেন মাজহারুল ইসলাম মিঠুন (অধিনায়ক), পিয়াল, বাপ্পী, একরাম, আশিক, মামুন, রাকিব, পলক ও এমিল।

খেলা শেষে ঢাকা একাদশের অধিনায়ক মাজহারুল ইসলাম মিঠুন এমন সুন্দর আয়োজনের জন্য চট্টগ্রামের সাংবাদিক এবং ফরচ্যুন স্পোর্টস এরিনার পরিচালকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন সম্প্রীতি ম্যাচ খেলার আশা ব্যক্ত করেন।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework