নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ১৬, ০১:২৬ অপরাহ্ন

প্রিমিয়ার লিগে তার প্রথম গোল করলেন আমাদ দায়ালো, করলেন একটি অ্যাসিস্টও। বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড।

এই জয়ে আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে আশা বাঁচিয়ে রাখলো ম্যানইউ। সাত নম্বরে থাকা নিউক্যাসল এবং আট নম্বরে থাকা ম্যানইউ-দুই দলেরই পয়েন্ট সমান ৫৭। বাকি আছে একটি করে ম্যাচ।

প্রায় সমানে সমান লড়াই হওয়া ম্যাচে ৩১ মিনিটে কোবি মাইনুর গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৪৯ মিনিটে নিউক্যাসলকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। আট মিনিটের মধ্যে ম্যানইউকে ফের এগিয়ে দেন ২-১ আমাদ দায়ালো। ৮৪ মিনিটে রসমুস হজল্যান্ড করেন ৩-১।

যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে নিউক্যাসলের হয়ে আরেকটি গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন লুইস হল। তবে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework