বিপিএল: চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা


প্রকাশিত : বুধবার, ২০২১ ডিসেম্বর ২২, ০৪:৫০ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের শিরোপাজয়ী দল পাবে ১ কোটি টাকা। রানার-আপ দল পাবে ৫০ লাখ টাকা।

বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।  

ইসমাইল হায়দার মল্লিক বলেন, 'প্রাইজমানি নিয়ে আজকে আমাদের সভায় কথা হয়েছে। এবার চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১ কোটি টাকা ও রানার-আপ দলের জন্য ৫০ লাখ টাকা।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু হবে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক। তিনি আরও জানান, নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল দেশে ফেরার পর বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।  

তিনি বলেন, 'নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ দেশে ফিরবে জাতীয় দল। খেলোয়াড়দের ৪-৫ দিন বিশ্রাম দেওয়ার পর ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু করে ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার ইচ্ছা আছে। '

করোনা পরিস্থিতি ও ঠাসা সূচির কারণে এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework