স্প্যানিশ সুপার কাপে সেমিতে মুখোমুখি বার্সা ও রিয়াল

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ জানুয়ারী ১২, ০৩:১৪ অপরাহ্ন

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মেসিহীন বার্সার সাম্প্রতিক পারফর্মেন্স অনেকটাই উত্তাপ কমিয়েছে ম্যাচে। অন্যদিকে শীর্ষে থাকা রিয়ালের মনোযোগ এই ম্যাচে। সৌদি আরবের রিয়াদে বছরের প্রথম এল ক্ল্যাসিকো শুরু রাত ১টায়।

বছরের শুরুতেই ফুটবল সমর্থকদের উন্মাদনার মুহূর্ত। বছরের প্রথম এবং মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তবে লড়াইটা এবার নিজেদের মাঠে নয়, সৌদি আরবের রিয়াদে।

সাম্প্রতিক রেকর্ড এগিয়ে রাখছে রিয়াল মাদ্রিদকে। চলতি মৌসুমে লিগ টেবিলের শীর্ষে লস ব্লাঙ্কোরা। অন্যদিকে মৌসুমের শুরুতেই দলের সেরা তারকা মেসিকে হারিয়ে নাজুক অবস্থা বার্সেলোনার। ছিটকে গেছে ইউরোপ সেরার মঞ্চ থেকে।

সবশেষ ক্লাসিকোতেও ঘরের মাঠেই রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছে কাতালানরা। তাই মরুর বুকে মর্যাদার লড়াইয়ের উত্তাপ অনেকটাই কমে গেছে।

ক্লাসিকোর আগে ফুরফুরে মেজাজে আনচেলত্তির শিষ্যরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিতে চায় রিয়াল। গ্যালাকটিকোদের ভরসা অভিজ্ঞ মদ্রিচ, টনি ক্রুস, ক্যাসিমিরো ও বেনজেমা। অন্যতম আস্থার প্রতীক তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

রিয়াল মাদ্রিদের হেড কোচ কার্লো আনচেলত্তি জানান, আমরা কিছুটা চিন্তিত, একই সাথে রোমাঞ্চিত। জাভির অধীনে বার্সেলোনা ভাল করছে। তাই, লিগের অবস্থান নিয়ে ভাবছি না। একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে।

এদিকে চির শত্রুর বিপক্ষে জিতে হতাশা কাটাতে চায় জাভির দল। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আনসু ফাতি, আরাহো। করোনামুক্ত হয়ে যোগ দিয়েছেন পেদ্রি ও ফেরান তোরেসরা।


বার্সেলোনার হেড কোচ জাভি হার্নান্দেজ জানান, রিয়াল ফর্মে আছে। তাদের বিপক্ষে দাপট ধরে রেখে খেলা কষ্টকর হবে। আমরা সেরাটা দিয়ে খেলবো। শিরোপার কাছাকাছি যেতে ও দলের আত্মবিশ্বাস বাড়াতে জয় প্রয়োজন।

মুখোমুখি লড়াইয়ে শেষ পাঁচবারের দেখায় ৪ জয় ও এক ড্র রিয়ালের। শক্তিশালী দল নিয়ে সুপার কাপে ১২তম শিরোপা ঘরে তুুলতে মুখিয়ে আনচেলত্তির দল। অন্যদিকে কিং ফাহাদ স্টেডিয়ামে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ১৩ বারের চ্যাম্পিয়ন বার্সা।

এদিকে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে লড়বে দুই জায়ান্ট ইন্টার মিলান ও ইয়ুভেন্তাস। মিলানোতে ম্যাচ শুরু রাত ২টায়।

সবশেষ ২০১০ সালে সুপার কাপ জিতেছে ইন্টার মিলান। সেরি আ চ্যাম্পিয়নরা বর্তমানে শীর্ষে রয়েছে।সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম জয়ের খোঁজে ইনজাগির দল। আক্রমনে ভরসা লাউতারো, এডেন জিকো।

অন্যদিকে বোনুচ্চির অন্তভূক্তিকে স্বস্তি ফিরেছে ইয়ুভেন্তাসে। দলের বড় শক্তি মোরাতা, দিবালা জুটি। দশমবারের মত শিরোপা জয়ের লক্ষ্য বর্তমান সুপার কাপ চ্যাম্পিয়নদের। হেড টু হেডে নেরাজ্জুরিদের চেয়ে এগিয়ে তুরিনের ওল্ড লেডিরা।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework