এখন আর বস্তায় নয়, ঘুষ নিচ্ছে ডলারে বলে মন্তব্য করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। মঙ্গলবার (৮ নভেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. আলীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
জহুরুল ইসলাম এশু নামে একজনের পরিবর্তে কারাগারে চাকরি করছেন একই নামের আরেকজন, এ সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারকরা এ মন্তব্য করেন।
দেশের সব জায়গায় গণেশের রাজত্ব চলছে উল্লেখ করে দ্বৈত বেঞ্চের বিচারকরা বলেন, এখন আর বস্তায় নয়, ঘুষ নিচ্ছে ডলারে।
দুর্নীতির বিরুদ্ধে দুদক করেটা কী? এমন প্রশ্নও তোলেন উচ্চ আদালত।
প্রসঙ্গত, ছদ্মবেশ ধারণ এবং বিভিন্ন জাল জালিয়াতি করে চট্টগ্রাম ও সিলেটে ২০০ জন কারারক্ষী চাকরি করছে গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়। পরে কারা কর্তৃপক্ষ তদন্ত করে ৮৮ জনের নামে জাল জালিয়াতির প্রমাণ মিলে। এরমধ্যে ৩ জন পাওয়া যায়, কারাগারে একজনের পরিবর্তে আরেকজন চাকরি করছেন।