নীলফামারী জেলার রাসেদা বেগম নামের এক গৃহবধূ রাইস কুকারে ভাত রান্না গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
১২ ফেব্রুয়ারি রোজ সোমবার দুপুরে টুপামারী ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা শহরের টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামের মোকলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।
তার স্বজনরা জানান, রাশেদা বেগম রাইস কুকারে ভাত রান্না করতে যান। এ সময় বিদ্যুতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি । পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন।